Wellcome to National Portal
Main Comtent Skiped

Our achievements

ডাকঘরগুলোতে সঞ্চয়পত্রসমূহের উপর প্রদানকৃত মুনাফার পরিমাণের সঠিকতা নিরূপণকল্পে যাচাই পদ্ধতির উদ্ভাবন।

এ বিভাগের  ডিপিএমজি কর্তৃককঘরগুলোতে সঞ্চয়পত্রসমূহের উপর প্রদানকৃত মুনাফার পরিমাণের সঠিকতা নিরূপণকল্পে যাচাই পদ্ধতির উদ্ভাবন করা হয়েছে। এ পদ্ধতিতে সার্বি কভাবে যাচাই করে বলা সম্ভব হবে যে, কোন সঞ্চয়পত্রে কোন মাসে কোন মুনাফা ওভার পেমেন্ট হয়েছে কিনা। এ পদ্ধতিতে সঞ্চয়পত্রের প্রতি মাসে বিক্রিত ও বদলীপ্রাপ্ত সঞ্চয়পত্রের সংখ্য ও উক্ত মাসে প্রাপ্য মুনাফার পরিমাণ গণনা করে যাচাইকৃত মাসে মোট সঞ্চয়পত্রের উপর প্রাপ্য মুনাফা বের করে প্রকৃত পরিশোধিত মুনাফার পরিমাণের সাথে তুলনা করলে মুনাফা ওভার পেমেন্ট হয়েছে কিনা তা বুঝা যাবে। প্রাপ্য মুনাফা অপেক্ষা পরিশোধিত মুনাফা বেশী হলে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে ধরতে হবে। প্রাপ্য মুনাফা অপেক্ষা পরিশোধিত মুনাফা কম হলে বুঝতে হবে কিছু গ্রাহক এখনো তাদের কুপন ভাঙ্গাতে আসেননি অথবা কিছু গ্রাহক তাদের সঞ্চয়পত্র প্রিম্যাচুরড ভাঙ্গিয়েছে।